প্রথমবারের মত ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন বলি তারকা অজয় দেবগন। ২০২১ এ তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই খবর জানিয়েছিলেন। তখনই এই নতুন ওয়েব সিরিজের ফার্স্ট লুক দেখা গিয়েছিল। তারপর থেকেই সকল ভক্তরা অধীর অপেক্ষায় ছিল এই ওয়েব সিরিজের ট্রেলার দেখার জন্য। এক প্রতিবেদন জানা যায়, জনপ্রিয় ব্রিটিশ ধারাবাহিক ‘লুথার’-অবলম্বনে ভারতীয় দর্শকদের জন্য তৈরি করা হবে অজয়ের প্রথম অভিনীত ওয়েব ধারাবাহিকটি।

সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী এই সিরিজ বিবিসি স্টুডিও ইন্ডিয়ার সঙ্গে মিলিতভাবে প্রযোজনার করছে অ্যাপ্লজ এন্টারটেইনমেন্ট। হটস্টারে মুক্তি পাবে এই নতুন ওয়েব সিরিজ। এই ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন রাজেশ মাপুশকার। চিত্রায়ণ করা হবে মুম্বাইয়ের বিভিন্ন জায়গায়। সিরিজের নাম ‘রুদ্র: দি এজ অফ ডার্কনেস’। ওটিটি প্ল্যাটফর্মে এই ধারাবাহিকে প্রথম অভিনয় করতে যাচ্ছেন এই বলিউড নায়ক, তাও আবার পুলিশের ভূমিকায়।

অজয়ের বিপরীতে নায়িকার ভূমিকায় থাকবে এশা দেওল। যিনি বহু দিন পর আবার পর্দায় ফিরতে চলেছেন এই ওয়েব সিরিজের মাধ্যমে। ফলে দর্শকদের আরও এক অন্য আকর্ষণও কাজ করছে এই ওয়েব সিরিজটি নিয়ে। “রুদ্র” ওয়েব সিরিজের ট্রেলার মুক্তি পেল । আর সেই ট্রেলার দেখতেই বেজায় উচ্ছসিত সকল ভক্তরা। সিংঘম থেকেই অজয় নিজের অ্যাকশন দ্বারা সকল ভক্তদের মন জয় করেছেন। আর তাঁকে পুলিশ অফিসারের চরিত্রে দেখতে বেশ পছন্দ করেন দর্শকরা।

তাই এবার ফের একজন পুলিশ অফিসারের ভূমিকাতেই দেখা যেতে চলেছে অজয় দেবগনকে। সিরিজের ট্রেলার দেখে বোঝা গিয়েছে এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার ওয়েব সিরিজ হতে চলেছে। যেখানে লুকিয়ে আছে এক সাইকো কিলার। যে একের পর এক খুন করে চলেছে কিন্তু কোনো ভাবেই পুলিশ তাঁকে ধরতে পারছে না। ঠিক তখনই এন্ট্রি হয় পুলিশ অফিসার রুদ্র অর্থাৎ অজয় দেবগণের। তারপর সেই সাইকো কিলারকে ধরতে একের পর এক পদক্ষেপ তার সাথেই অ্যাকশন নিয়ে এগিয়ে চলে সিরিজের কাহিনী।

সিরিজের মূল চরিত্রে রয়েছেন অজয় দেবগন, এছাড়াও আছেন রাশি খান্না, অতুল কুলকার্নি, অশ্বিনী কালসেকার, তরুণ গেহলট, আশিস বিদ্যার্থী এবং সত্যদীপ মিশ্রার মতো অভিনেতারা। অন্যদিকে গত সপ্তাহে মুক্তি পেয়েছে ডিজনি প্লাস হটস্টার-এ অজয় দেবগনের প্রযোজনা সংস্থার ছবি ‘দ্য বিগ বুল’। সেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অভিষেক বচ্চন। এছাড়াও অন্যান্য কাজের মধ্যে আছে ‘থ্যাংক গড’, ‘আরআর আর’, ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’-র মতো বিগ বাজেটের ছবি।