Uncategorized, অপরাজিতা তুমি

ওয়ার্কিং উইমেনের ঝটপট তৈরিতে বিউটি টিপস

অফিসের জন্য দেরি!! বেশিরভাগ কর্মজীবী ​​মহিলাদের জন্য এটি প্রায় রোজ সকালের ঘটনা। অফিসের জন্য ভালোমতো গুছিয়ে তৈরি হবার একদমই সময় থাকে না এই অবস্থাতে । সবাই সমাধান খোঁজে কিছু সহজ এবং দ্রুত বিউটি হ্যাকের, যা খুব কম সময়ে অফিসের জন্য রেডি হতে সাহায্য করে। তাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কিছু বিউটি হ্যাকস যেটি যেকেউ অফিসে যাবার ক্ষেত্রে মেইনটেইন করতে পারবে। ​​চলুন তবে জেনে নেই কর্মজীবী নারীর বিউটি হ্যাকস যা সময় সাশ্রয় করার সাথে সাথে নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করতেও সাহায্য করে।

Tarokaloy_present_ how_to_apply_dry_shampoo

ড্রায় শ্যাম্পুর ব্যবহার:
আপনার চুলগুলো হাল একদম বেহাল, স্ক্যাল্প খুব তেলতেলে হয়ে আছে আর এদিকে আপনার হাতে চুল শ্যাম্পু করে আবার চুল শুকানোর সময় নেই। কি করবেন তাই ভাবছেন তো? সেক্ষেত্রে ড্রাই শ্যাম্পু ব্যবহার সবথেকে ভালো উপায়। ড্রাই শ্যাম্পু চুলের এই তেলতেলে দূর করে এবং নেতিয়ে পরা চুলকে নতুন করে ভলিউম দেয়।

tarokaloy_present_hair_setting_easy_tips

অগোছালো চুলে স্টাইল:
প্রতিদিন সকালে উঠেই অফিসে জন্য চুলের স্টাইলের ক্ষেত্রে চুল স্ট্রেইট বা কার্ল করা, স্প্রে দিয়ে ফিক্স বা সেট করা, প্রোপারলি আঁচড়ে চুল বাঁধা অনেক বেশি সময় ব্যয় হয়। এজন্য সময় বাঁচাতে অগোছালো চুল দিয়েই করে নিতে পারেন মেসি বান বা মেসি ব্রেইড। এটি করতে যেমন সময় কম খরচ হয়, তেমনি দেখতেও স্টাইলিশ লাগবে।

Tarokaloy_present_how_to_do_easy_glam_eyelook

৩) ফেইক আইল্যাশ এবং আইলাইনার ছাড়া আইলুক :
অফিস পার্টি বা ক্লায়েন্ট মিটিং? কিন্তু চোখের সাজের জন্য একদমই সময় হাতে নেই? কোন চিন্তা না করে সহজ দুইটি কৌশল অবলম্বন করতে পারেন। ল্যাশে ভলিউম আনতে ফেইকল্যাশের পরিবর্তে মাস্কারা ব্যবহার করুন। সেক্ষেত্রে মাস্কারা অ্যাপ্লাই করার আগে আপনার আইল্যাশে বেবি পাউডার লাগিয়ে নিন। এতে মাস্কারা থিক ও ভলিউমাইজড দেখাবে। অল্প সময়ে আইলাইনার অ্যাপ্লাই করাটা খুবই ঝামেলার বিষয়। এরকম সময় আইলাইনার অ্যাপ্লাই না করে কালো আইশ্যাডো ব্রাশ দিয়ে চোখের পাতার লাইনে হাল্কা করে স্মাজ করে নিলেই দারুন একটা আইলুক তৈরি হয়ে যাবে।

Tarokaloy_present_short_tips_to_do_makeup_for_working_women

৪) বি বি ক্রিম ব্যবহার:
কর্মজীবী নারীর ঝটপট মেকআপে বি বি ক্রিম – বন্ধু স্বরূপ,সময় অনেক কম লগে
তাড়াহুড়োতে ফাউন্ডেশন অ্যাপ্লাই করাটা অনেক কঠিন। বিশেষ করে ব্লেন্ড করাটা। ফাউন্ডেশন ভালোমত ব্লেন্ড না হলে কিছুক্ষন পরেই ভেসে উঠবে। এখন কি করবেন তাই ভাবছেন তো? এক্ষেত্রে সব থেকে সহজ সমাধান হলো বি বি ক্রিম। বি বি ক্রিম আলাদাভাবে ব্লেন্ড করার কোন প্রয়োজন নেই। এটি ক্রিমের মত করে লাগিয়ে নিলেই গ্ল্যামারাস একটা লুক পাওয়া যায়।

Tarokaloy_present_skin_care_tips_for_working_women

৫) পেট্রোলিয়াম জেলি দিয়ে পেডিকিউর ও মেনিকিউর: ব্যস্ত জীবন নিজের জন্য সময় কোথায়,সকাল সকাল উঠেই রেডি হওয়া নিয়ে ভাবতে ভাবতে শেষ, তার উপর পেডিকিউর ও মেনিকিউরের জন্য পার্লারে যাওয়ার সময় পাচ্ছেন না? রাতে ঘুমানোর আগে হাতে এবং পায়ে পেট্রোলিয়াম জেলি অ্যাপ্লাই করে মোজা পরে নিন। এটি ন্যাচারাল ময়েশচারাইজারের কাজ হয় যাতে হাত ও পা সফট এবং স্মুদ হয়।

তো সকালে অফিসের জন্য ঝটপট রেডি হতে আর অসুবিধাই থাকলো না! উপরের টিপস গুলো ফলো করেই কাজে লাগতে পারেন

Previous ArticleNext Article