সামাজিক যোগযোগমাধ্যমে বলিউডের প্রায় অভিনেতা অভিনেত্রীদের সরব হয়ে থাকেন। তাদের মধ্যে একজন অভিনেত্রী কারিনা কাপুর খান। নিত্যদিনের কিছু মুহূর্ত তুলে ধরেন তার ইন্সটাগ্রাম একাউন্টে। সম্প্রতি তার ইনস্টাগ্রামে একটি ছবি ভাইরাল হয়েছে। ছবির ক্যাপশনে কারিনা জানিয়েছেন, ছবি তোলার সময় সাইফ কারিনাকে প্রশ্ন করছিলেন, ‘বেবো, তুমি ইনস্টাগ্রামের জন্য আবার ছবি তুলছ?’ অভিনেত্রী নাকি ততক্ষণে ছবি তুলে ফেলেছিলেন।

লিখেছেন, ‘এই আমার সকাল।’ বৃহস্পতিবার সকালে কারিনার শেয়ার করা ছবিতে দেখা যায় সাইফ ও তৈমুর খাটে বসে যে যার নিজের কাজে ব্যস্ত। বিছানায় বসা সাইফ আলী খান। পাশে বড় ছেলে তৈমুর আলী খান। সাইফের সামনে সকালের নাশতা রাখা। হাতে ফোন নিয়ে বসা সাইফ, মোবাইলে কিছু একটা করছেন। অন্যদিকে বিছানায় শুয়ে একমনে আঁকায় ব্যস্ত তৈমুর।

শীতের সকালে পরিবারের সঙ্গে তিনি কীভাবে সময় কাটাচ্ছেন, তা ছবির মাধ্যমে তুলে ধরেন কারিনা। ছবিতে সাইফকে আকাশি রঙের টি-শার্টে দেখা গেছে। নীল রঙের নাইট স্যুট পরে রয়েছেন খুদে তৈমুর। বাবা-ছেলের ঘরোয়া ছবিটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তৈমুরের মা কারিনা কাপুর খান। দিন শেষে বাবা–ছেলের ছবিটি ভাইরাল হয়। মুগ্ধতা প্রকাশ করেন ভক্তরা। বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত ৭ লাখ লাভ রিঅ্যাক্ট দেখা যায়।

বাবা-ছেলের এই ছবি দেখে প্রশংসা করছেন সহশিল্পী ও অনুরাগীরা। এ ছবির নিচে অনেকেই মন্তব্য করছেন। বেশ কয়েকজন মন্তব্য করেছেন, কী সুন্দর ছবিটা! বেশকিছদিন আলোচনায় ছিলেন বলিউড বেবো কারিনা। কোভিড পজিটিভ থাকায় অসতর্ক ও অসচেতন ছিলেন কারিনা এমনটি জানা যায়। গত সপ্তাহে করোনা থেকে সেরে উঠেছেন অভিনেত্রী কারিনা।

এরপর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পার্টি করে বেড়াচ্ছেন তিনি। বোন কারিশমা কাপুরের বাড়িতে কিছুদিন আগে পার্টি করেছিলেন, সেই ছবিও নেট মাধ্যমে ভাইরাল হয়েছে।