সাজগোজ

গলা ও ঘাড়ের কালো দাগ দূর করার উপায়

অনেক পুরুষ ও নারীদেরই একই সমস্যার মধ্যে একটা হলো ঘাড় ও গলার কালচে দাগ। গলা ও ঘাড় আমাদের দেহের একটি খোলা অংশ। বেশির ভাগ সময়েই আমাদের গলা ও ঘাড় খোলা থাকে। বেশীরভাগ ক্ষেত্রে খোলা থাকার কারণে অনেক সময় রোদে পুড়ে কিংবা অযত্ন অবহেলার কারণে ঘাড় ও গলার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। মুখের রঙের উজ্জ্বলতাকেও ম্লান করে দেয় গলা ও ঘাড়ের কালচে দাগ।

Tarokaloy_skin_care

অনেকে গলা-ঘাড়ের যত্ন নিয়ে বেশি ভাবেন না। আবার অনেকেই বেশ কিছু প্রসাধনী ব্যবহার করে থাকেন কালো দাগ ওঠানোর জন্য। কিন্তু তাতে কোনো কাজ হয়না তাই গলা ও ঘাড়ের কালচে দাগ দূর করতে প্রাকৃতিক উপায়ই সহজকর। জেনে নেয়া যাক, গলা ও ঘাড়ের কালো দাগ দূর করার উপায়;

Tarokaloy_skin_care

অ্যালোভেরা জেল: স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি অ্যালোভেরা ত্বকের যত্নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যালোভেরায় উপস্থিত খনিজ এবং ভিটামিন উপাদানসমূহ ত্বকে মেলানিন উৎপাদন সীমাবদ্ধ করে কালচে দাগ কমায়। অ্যালোভেরা জেল নিয়ে গলায় ও ঘাড়ে ম্যাসেজ করুন, প্রতিদিনের ব্যবহারে দেখবেন ঘাড় ও গলার ত্বক উজ্জ্বল হবে।

Tarokaloy_skin_care_with_aloevera

আলুর রস : প্রাকৃতিক ব্লিচিং বৈশিষ্ট্য আছে আলুতে। যাত্বক ও ঘাড়ের কালো দাগ হালকা করে। একটা আলু গ্রেট করে ছেঁকে রস বার করে নিন। এই রস তুলায় লাগিয়ে কালচে ছোপের অংশে লাগান। একদম শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলবেন।

Tarokaloy_skin_care_with_aloo

লেবু: লেবু রোদে পোড়া দাগ দূর করে ও ত্বক উজ্জ্বল করে। তাই আপনি এক টুকরো লেবু নিয়ে সরাসরি আপনার গলা ও ঘাড়ে ম্যাসেজ করুন এবং চাইলে গোলাপ জল মিশিয়ে ব্যবহার করতে পারেন।

Tarokaloy_skin_care_with_lemon

অ্যাপল সিডার ভিনেগার : অ্যাপল সিডার ভিনিগারের মধ্যে ত্বকের পিএইচ’এর ভারসাম্য বজায় রাখে। এটি ত্বকে জমা হওয়া মৃত কোষ দূর করতে সাহায্য করে। এজন্য ২ টেবিল চামচ আপেল সিডার ভিনেগারের সঙ্গে সামান্য পানি মিশিয়ে একটি তুলার বল ডুবিয়ে ঘাড়ে ব্যবহার করুন। কয়েক মিনিট রেখে দিন এবং তারপরে ধুয়ে ফেলুন।

This image has an empty alt attribute; its file name is shutterstock499364185copy1548416967.jpg
Tarokaloy_skin_care_with_apple_sider_vinegar

বাদাম তেল: আমন্ড অয়েল ত্বকের যত্নে দারুণ কার্যকরী। বাদামের তেলে ভিটামিন ই এবং ব্লিচিং এজেন্ট আছে। উভয় উপাদানই একসঙ্গে ত্বকের রং উজ্জ্বল করে। কয়েক ফোঁটা বাদাম তেল কয়েক মিনিটের জন্য ঘাড়ে ম্যাসেজ করুন। নিয়মিত ব্যবহারে উপকার মিলবে।

Tarokaloy_skin_care_with_almond_oil

অলিভ ওয়েল: অলিভ ওয়েল আমাদের ত্বকের জন্য অনেক উপকারি তা আমরা সবাই জানি। তাই আপনার গলা ও ঘাড়ের ত্বক সুন্দর ও নরম রাখতে অলিভ ওয়েল ম্যাসেজ করুন।

This image has an empty alt attribute; its file name is jaitoon-ke-tel-ke-fayde-in-hindi-2.jpg
Tarokaloy_skin_care_with_olive_oil

টকদই: দইতে প্রাকৃতিক এনজাইম আছে, যা ত্বককে হালকা করতে সহায়তা করে। ২ টেবিল চামচ টকদই ঘাড়ে লাগান। পনের মিনিটের জন্য রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

Previous ArticleNext Article