২ নভেম্বর, আসছে বলিউড বাদশার ভক্তদের জন্য বিশেষ দিন। বুঝতেই পারছেন কি বুঝানো হচ্ছে! জি,২ তারিখ কিং খানের জন্মদিন অর্থাৎ শাহরুখ খানের জন্মদিন। কিন্তু তার জন্মদিনের উপহার পেয়ে গেলেন জন্মদিন আসার আগেই ,যদিও নবরাত্রীতে কিং খানের ঘরে ছিল না খুশির আলো। কিন্তু এবার খুশির সংবাদ যেনো তার জন্মদিনের উপহার আগেই উপলব্ধি করছে বলে জানা গিয়েছে। বেশ কিছুদিন বাড়ি ছিলেন না ঘরের ছেলে। কিন্তু দিওয়ালির আগে আরিয়ানকে বাড়ি ফেরাতে যাচ্ছে।

এই দুঃসময়ে সুখের আলো দেখাতে পথ দেখিয়েছেন তাদের আইনজীবী মরিয়া সতীশ মানসিন্দে। কোন নয়া তথ্য আজ দার করতে পারেনি এনসিবি। ২২ দিনের লড়াই শেষ করে অবশেষে ঘরের ছেলে ঘরে।
টানা ২২ দিনের লড়াই। ২ অক্টোবর, ক্রজ পার্টিতে গিয়ে বড় সমস্যার মুখোমুখি হন হয়েছিলেন বলিউড বাদশার ছেলে আরিয়ান খান । এনসিবির হাতে ধরা পড়েছিলেন মাদক কান্ডে । সঙ্গে ছিল তার দুই বন্ধু।
এরপর চলে সওয়াল জবাব। কিছুক্ষণের মধ্যেই খবর সামনে আসে গ্রেফতার করা হচ্ছে আরিয়েন খানকে। মাদকচক্রের সঙ্গে তাঁর রীতিমতো যোগসুত্র ছিল। এরপর একে একে জামিনের দিন স্থির

ক্রমে লড়াই হয়ে ওঠে কঠিন। সতীশ মানসিন্দে নিয়োজিত হয় আরিয়ান খানের আইনজীবী হিসেবে। এরপর একে একে দিন গড়াতে থাকে। বাড়ি ফেরা হয়না আরিয়ানের।মঙ্গলবার থেকে টানা তিনদিন ধরে চলতে থাকে মুম্বাই হাইকোর্টে বিচার। অবশেষে বৃহস্পতিবার ঘরে ফিরছে আরিয়ান খান । আর কয়েকদিন পরেই বাবার জন্মদিন।
এদিন এনসিপি’এর পক্ষ থেকে জানানো হয়, আরিয়ানের সঙ্গে থাকা আরবাজ মাদক সঙ্গে রেখেছিলেন এদিন। আরিয়ান জানিয়েছিলেন তার সঙ্গে তো মাদক ছিল না। এর উত্তরে স্পষ্ট করে এনসিবি ।

তার সঙ্গে মাধ্যমে থাকলেও আর বাজির সঙ্গে থাকা মাদক সেবন করতেন। কারণ তারা দুজন থাকছিলেন একই ঘরে। ফোনের সেট থেকে স্পষ্ট গত দুবছর ধরেই মাদক নিচ্ছেন আরিয়ান ।আর সেই সুবাদে তাকে আটক করে রাখা হয়েছিল গত ২২ দিন। অবশেষে ফিরলো স্বস্তি। তবে যখন-তখন আরিয়ানকে হাজিরা দিতে হতে পারে এই মর্মে বৃহস্পতিবার জামিন পেল খান পুত্র।

একাধিক তথ্য তার থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও জানানো হয় এনসিবির তরফ থেকে। সিজ করা হয়েছে ইতিমধ্যে ইয়ারিয়ান খানের ফোন ল্যাপটপ। তবে আজ যদি বেল না পেতেন আরিয়ান খান, তবে ১৫ ই নভেম্বর পর্যন্ত থাকতে হতো জেলে।অবশেষে মুখে হাসি ফিরল গৌরী (ও কিং খানের । শাহরুখ খানের কোথায় এখন টানা একটা বছর আরিয়ানকে নজরবন্দি করেই রাখবেন তিনি। সমস্ত তা জানবেন নিজে। তবে মান্নাতে দিওয়ালিতে আলো জ্বলছে খুশির খবর এটাই।