Uncategorized, অপরাজিতা তুমি

চেনা অচেনা অপরাজিতার গল্প

আমাদের চারপাশে এখন প্রচুর নারী উদ্যোক্তার মেলা। নারীরা বেশিরভাগই ব্যবসা করছেন অনলাইনে। কেউ জামাকাপড় বিক্রি করছেন, কেউ ড্রাই ফুড। আবার কেউ নিয়ে আছে হাতে তৈরি মিষ্টি। সব মিলিয়ে এখন অনলাইনে নারীদের রাজত্ব বললে ভুল হবে না।

এটা একটা মাধ্যম বানিয়ে নিয়েছেন আমাদের দেশের নারীরা। ইউটিউবেও তাদের সরব বিচরণ। দারুণ দারুণ সব ভিডিও বানিয়ে মাসে শেষে লাখ, লাখ আয়ের রেকর্ডও করেছেন এই দেশের নারী ইউটিউবাররা। আজ জানাবো এমন কিছু নারী ইউটিউবার সম্পর্কে যাদের মাসিক আয় প্রায় লাখ টাকা উপরে।

Tarokaloy_Cooking_studio_by_umme

কুকিং স্টুডিও বাই উম্মি
দেশি বিদেশি প্রায় নানা রকমের খাবার নিয়ে আয়োজন উম্মির। এই চ্যানেলের বিশেষত্ব হচ্ছে তারা যেসব রেসিপি নিয়ে কাজ করেন, এর উপকরণগুলো হাতের নাগালেই পাওয়া যায়। আর তাই তাদের দর্শকও বেশি। প্রতি সপ্তাহে প্রায় ৩ থেকে ৪টি ভিডিও আপলোড দেয়া হয় তার চ্যানেলে। প্রায় ১৯ লাখ সাবস্ক্রাইবার এই চ্যানেলে। এই চ্যানেলের মাসিক আয় প্রায় ২ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৭০ হাজার টাকা। কুকিং ভিডিও পাশাপাশি এখন তিনি তার ডেইলি কিছু ব্লগস বানিয়ে তার চ্যানেলে আপলোড করছেন,যেটার ভক্ত অনেকেই।

Tarokaloy_no’oven_cake_and_cookies

নো ওভেন কেক এন্ড কুকিজ
নো ওভেন কেক এন্ড কুকিজ মূলত ফাস্ট ফুড নিয়ে কাজ করেন। বিভিন্ন রকমের কেক, কুকিজ এবং স্ন্যাকস নিয়ে ভিডিও বানানো হয় এই চ্যানেলে। নো ওভেন কেক এন্ড কুকিজের সাবক্রাইবার প্রায় ১৭ লাখেরও উপরে। এই চ্যানেল থেকে প্রতিদিনই ভিডিও আপলোড দেয়া হয়। তরুণীদের কাছে এই চ্যানেল খুবই জনপ্রিয়। এর মাসিক আয় প্রায় ২২০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১ লাখ ৮৫ হাজার টাকারও বেশি।

Tarokaloy_falguni_pinikpai

ফাল্গুনী পিনিকপাই
দুনিয়ায় ঘটে যাওয়া নানা ঘটনা ও কনটেন্ট নিয়ে বানানো হয় এই চ্যানেলের ভিডিও। তাদের ভিডিও, থাম্বনেইল পিনিকপাইকে দিয়েছে আলাদা মান। তাদের সাবস্ক্রাইবারের সংখ্যা ১৮ লাখের বেশি। প্রতিদিনই ভিডিও আপলোড করা হয় এই চ্যানেলে। পিনিকপাইয়ের এই মুহূর্তে মাসিক আয় প্রায় এক হাজার ডলার থেকে ১৫০০ ডলারের মধ্যে।

Tarokaloy_khudalagche

খুদা লাগছে
খুদা লাগছে নাম শুনলে বোঝা যায়, এই চ্যানেলে খাবারের কাজ করা হয়। বার্গার থেকে শুরু করে স্ট্রিট ফুড যা কিছু আছে সব খাবারেরই রিভিউ দেয়া হয় এই চ্যানেলে। এই চ্যানেলের সত্ত্বাধিকারী একজন তরুণী নারী ,যাকে সবাই ফাইজা নামেই চিনে,কিন্তু ফাইজা থেকে খুদা লাগছে নামে বেশি পরিচিত তিনি। খুদা লাগছে চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা ২ লাখেরও বেশি। প্রতি সপ্তাহে অন্তত একটি ফুড রিভিউয়ের ভিডিও আপলোড করা হয় এই চ্যানেল থেকে। প্রতিটি ভিডিওতে কয়েক লাখ ভিউ থাকে। এই চ্যানেলের মাসিক আয় প্রায় ৫০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ৪০ হাজার টাকার বেশি।

Tarokaloy_rumanar_ranna_banna

রুমানার রান্নাবান্না
রুমানা খাবার নিয়ে বিভিন্ন ভিডিও করে থাকেন। তার চ্যানেলের নাম রুমানার রান্নাবান্না। এই চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ১১ লাখেরও বেশি। খাবারের অনেক লোভনীয় আইটেম তৈরি করা হয় এই চ্যানেলে। এই চ্যানেলে এমন এমন খাবারের রেসিপি দেখানো হয় যেগুলোর নামও হয়তো বা দর্শকেরা কখনো শোনেনি। এসব নাম শোনার পর স্বাভাবিকভাবে একটি আকর্ষণ জন্ম নেয় দর্শকদের মনে। ইউটিউব থেকে রুমানার মাসিক আয় প্রায় ১৬০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় লাখ টাকার কাছাকাছি।

Tarokaloy_shahnaz_shimul_blogs

শাহনাজ শিমুল রহমান
শাহনাজ শিমুল রহমানের ব্লগ দেখে না বা তাকে চিনে না এমন কমই আছে। মেকআপের প্রতি আকর্ষণ থাকার কারণে তিনি মেকআপ নিয়ে একটি ইউটিউব চ্যানেলে ব্লগিং শুরু করেন। তিনি সর্বপ্রথম ইউটিউবে ভিডিও আপলোড করেন ২০১৪ সালে। তিনি সর্বপ্রথম বাংলাদেশি নারী মেকআপের ওপর ভিডিও শুরু করেন। শিমুল যখন ভিডিও করা শুরু করেন, তখন বাংলাদেশে ইউটিউবারের সংখ্যা একেবারেই কম ছিল। অনেকেই এই ইউটিউবের গুরুত্ব বুঝতেন না। শিমুলের তৈরি পার্টি হেয়ারস্টাইল প্রতিটি ভিডিও প্রায় এক মিলিয়ন দর্শককে মুগ্ধ করে। সব মিলিয়ে তার ইউটিউব চ্যানেলের মোট সাবস্ক্রাইবার ৫২ লাখ।

এই ছিল আজকের প্রতিবেদন,আশা করি আপনাদের ভালো লেগেছে।

Previous ArticleNext Article