পরীমনি আর বিতর্ক যেন একে অপরের পরিপূরক। জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে দু’দিন আগেই নিজের জন্মদিন উদযাপন করেছেন ঢালিউড এ অভিনেত্রী। বরাবরই শুভাকাঙ্ক্ষীদের নিয়ে জন্মদিন উদযাপন করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবারের জন্মদিনের পোশাক নিয়ে বেশ সমালোচনার জন্ম দিয়েছেন। সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম।

বিমানের ককপিটের আদলে সাজানো হয়েছিল পরীর জন্মদিনের মূল মঞ্চ। ওপরে লাইট বসানো ইংরেজিতে লেখা ‘ফ্লাই উইথ পরীমণি’ অর্থাৎ ‘পরীমণির সঙ্গে ওড়ো’। জন্মদিনের রাতে বিমানবালার বেশে অতিথিদের সামনে হাজির হয়েছিলেন পরীমনি। নেটিজেনদের আলোচনা-সমালোচনায় বড় জায়গা করে নিয়েছে এই পোশাক।

তার পরনে ছিল লাল রঙের শার্ট, মাথায় লাল-সাদার সমন্বয়ে টুপি। এছাড়া নিম্নাংশ আবৃত করেছেন সাদা রঙের একটি কাপড়ে, যেটা অনেকটা লুঙ্গির মতো দেখতে। কাছা দেওয়ার ভঙ্গিমায় সেটি পরেছেন তিনি। এমন ব্যতিক্রমী পোশাকে পরীমণি নজর কেড়েছেন পার্টিতে আগত অতিথি ও নেটিজেনদের।

তবে শরীরের ঊর্ধ্বাংশের পোশাক বিমানবালার হলেও নিম্নাংশের পোশাক তেমন ছিল না। যে কারণে জন্মদিনের পোশাক নিয়ে ট্রলের শিকার হচ্ছেন এই চিত্রনায়িকা। পোশাকটিকে কেউ বলছেন লুঙ্গি, কেউবা ধুতি।

এ প্রসঙ্গে গণমাধ্যমকে পরীমণি বলেন, ‘জন্মদিনের পোশাক আমি নিজেই পছন্দ করেছি। এটার আলাদা কোনো নাম নেই। কোনো ডিজাইনারও পোশাকটি বানায়নি। অনুষ্ঠানটি ঘরোয়া ছিল, তাছাড়া আমি তো আর সত্যি সত্যি ককপিটে বসে ফ্লাই করব না। যে কারণে পোশাকের ক্ষেত্রেও কোনো রুলস মেনে করা হয়নি। জাস্ট পছন্দ হয়েছে পরেছি।’

তর্ক বির্তক নিয়ে মোটেও তিনি বিভ্রান্ত হয়না ,এবং সেই সাথে এসব তার জীবনে বা কর্ম ক্ষেত্রেও কোনো প্রভাব ফেলে না কেনো তার জন্মদিনের এই পোশাক নিয়ে এত মাতামাতি যার দরুন এত ভাইরাল হয়েও তিনি ক্ষেন্ত হয়নি। কেননা এত ব্যাস্ততার মধ্যে দিয়ে চলছে তার জীবন তিনি জানায়,এবং তার চলতি বিতর্ক সৃষ্টিমূলুক কান্ড নিয়ে তিনি নিজেই গতকাল তার অফিসিয়াল পেইজ একটি পোস্ট করেন এবং লিখেন…

এই যে আমি গুনিন এর শুটিং থেকে একটু ছুটি নিয়ে এসে বার্থডে সেলিব্রেশন, সারাদিন বাচ্চাদের নিয়ে হইহুল্লোর, সন্ধ্যা থেকে লেট নাইট পার্টি, পরদিন আর্লি মর্নিং আদালত শেষ করে আবার শুটিং জয়েন করলাম। দারুন একটা সিনেমার কাজ শেষ করে বাড়ি ফিরে দেখি আপনারা আমার সেই লুঙ্গিতেই আটকা পড়ে রইলেন!
আহারে আপনাদের দিকে তাকালে নিজেকে সত্যিই বড় সুখী মনে হয়।
শুকরিয়া