সাজগোজ

ত্বকের যত্নে নিমপাতার যেসব গুণাগুণ

বহুদিন ধরে রূপচর্চায় নিমের ব্যবহার হয়ে আসছে। ত্বকের দাগ দূর করতে নিম খুব ভালো কাজ করে। শরীরের পাশাপাশি ত্বকের জন্যেও সমান ভাবে উপকারী নিমপাতা। নিমপাতা অ্যান্টিস্পেটিকের কাজ করে। এ ছাড়া শরীরের বিভিন্ন সমস্যার প্রতিরোধক হিসেবে কাজ করে এবং ব্যবহারে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। নিমপাতায় রয়েছে বিভিন্ন ধরনের ভেষজ উপাদান যা আমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা এবং দাগ মুক্ত করার জন্য অত্যন্ত উপকারী। তাই ব্রণের দাগ মুক্ত সুস্থ, সুন্দর, মসৃণ এবং কোমল ত্বক পেতে চাইলে নিমপাতা গুণাগুণ জেনে নিন ত্বকের যত্নে নিমপাতার যেসব গুণাগুণ;

Tarokaloy_skin_care_with_neem

১. প্রাচীন কাল থেকে রূপচর্চায় নিমপাতার ব্যবহার হয়ে আসছে। এখনও তা অব্যাহত আছে। ব্রণের সমস্যায় নিমপাতা দারুন কার্যকর। তাই নিমপাতা বেটে লাগালে ত্বকের জন্য খুবই উপকারী।

Tarokaloy_skin_care_with_neem

২. চুলের যত্নেও নিমপাতা দারুণ কাজ করে। ঠান্ডার সময়ে চুলে খুশকির সমস্যা দেখা যায়। চুলের খুশকি দূর করতে নিমপাতা অত্যন্ত কার্যকরী। শ্যাম্পু করে নিমপাতা সিদ্ধ পানি মাথায় ঢাললে খুশকি চলে যায়। এ ছাড়াও, সপ্তাহে দু’দিন অন্তত নিমপাতা বেটে মাথায় মাখলে চুল নরম ও উজ্জ্বল হয়।

Tarokaloy_skin_care_with_neem

৩. নিয়মিত নিম পাতার সাথে কাঁচা হলুদ পেস্ট করে লাগালে ত্বকের উজ্জলতা বৃদ্ধি ও স্কিনটোন ঠিক হয়। তবে হলুদ ব্যবহার করলে রোদ এড়িয়ে চলাই ভালো। অবশ্যই নিম পাতার চেয়ে হলুদের পরিমাণ কিন্তু কম হবে।

Tarokaloy_skin_care

৪. শুধুমাত্র নিমের পানি ত্বকের যত্নে অত্যন্ত কার্যকরী একটি ফেসপ্যাক হিসেবে বিবেচিত হয়। এতে বিদ্যমান বিভিন্ন উপাদানসমূহ আমাদের ত্বকের গভীরে গিয়ে ত্বক থেকে ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করে ত্বককে দাগহীন এবং উজ্জ্বল করে তোলে। যার ফলে ব্রণের দাগ দূর হয়।

Tarokaloy_skin_care

৫. এক চা চামচ বেসন ১ চা চামচ টক দই এবং ১ চা চামচ নিম পাতার গুড়া বা নিম পাউডার ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করে নিন ব্রণের দাগ দূর করতে অত্যন্ত কার্যকরী নিমের ফেসপ্যাকটি। পরিষ্কার মুখে মিশ্রণটি আপনার মুখ এবং গলায় ভালভাবে মাসাজ করে নিন। শুকানোর জন্য ১০ থেকে ১৫ মিনিট সময় দিন এবং সম্পূর্ণ শুকিয়ে গেলে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। শুষ্ক ত্বকের জন্য নিম পাতার এই ফেসপ্যাকটি অত্যন্ত কার্যকরী।

Tarokaloy_skin_care

এটি ত্বক কে অত্যন্ত মসৃণ, কোমল এবং আকর্ষণীয় করে তোলে। ত্বকের বিভিন্ন ধরনের দাগ, ভাজ পড়া এবং ব্রণের দাগ দূর করতে ফেসপ্যাকটি অত্যন্ত কার্যকরী। এছাড়াও নিমপাতা অ্যান্টি-ব্যাক্টিরিয়াল গুণে সমৃদ্ধ। ফলে, নিম জীবাণুনাশক হিসাবে দারুণ কাজ করে। রোগ-প্রতিরোধ ক্ষমতাও বাড়াতেও ভূমিকা রাখে।

Previous ArticleNext Article