সাজগোজ

ত্বকের যত্নে ভিটামিন ‘সি’ উপকারিতা

ভিটামিন-সি যার রাসায়নিক নাম অ্যাসকরবিক অ্যাসিড। এটি একটি অম্লধর্মী জৈব যৌগ ও সাদা দানাদার পদার্থ। যা শাকসবজি ও টক ফলমূলে বেশি পাওয়া যায়। মানুষসহ বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের জন্য এটি একটি প্রয়োজনীয় পুষ্টি উপাদান। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন সি এর গুরুত্ব অপরিসীম। ত্বক ও চুল শুষ্ক হয়ে যাওয়াও ভিটামিন সি-এর ঘাটতির লক্ষণ। তাই ত্বকের ক্ষেত্রেও ভিটামিন সি এর গুরুত্ব অনেক। ভিটামিন সি কোলাজেন বৃদ্ধি করে। এর ফলে ত্বক থাকে টানটান ও উজ্জ্বল। এছাড়া ভিটামিন সি ত্বক পুনুরুজ্জীবিত করে, শুষ্কতা দূর করে, ত্বককে পরিষ্কার করে। তাই জেনে নেয়া যাক, ত্বকের যত্নে ভিটামিন সি এর যত ব্যবহার;

Tarokaloy_skin_care

সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে রাখে সুরক্ষিত: সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের জন্য মারাত্মক প্রভাব ফেলে। এর কাণে ত্বক লালচে হয়, টান পড়ে ও রুক্ষ্ম হয়ে যায়। ভিটামিন-সি সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে পারে। ভিটামিন-সি এবং ভিটামিন-ই একসঙ্গে ব্যবহার করলে পাওয়া যায় আরও বেশি উপকারিতা।

Tarokaloy_skin_care

ত্বকের আর্দ্রতা বজায় রাখে: ত্বকের শুষ্কভাব কমাতে এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখতে কার্যকরী ভূমিকা পালন করতে পারে ভিটামিন-সি এর উচ্চ মাত্রায় ব্যবহার।

Tarokaloy_skin_care

ত্বকের প্রদাহ হ্রাস করে: এ ভিটামিনে অ্যান্টি-অক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি রয়েছে। যার কারণে এটি ত্বকের লালচে ভাব, ব়্যাশ, জ্বালা-ব্যথা দূর করতে কার্যকরী ভূমিকা রাখে।

Tarokaloy_skin_care

ভিটামিন সি যুক্ত ভালো মানের প্রসাধনী: ঘুমের মধ্যে ত্বক পুর্নগঠিত হয়। তাই রাতে ভিটামিন সি সমৃদ্ধ ‘নাইট ক্রিম’ ব্যবহারে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়। ভিটামিন সি সমৃদ্ধ প্রসাধনী যেমন- সিরাম, ক্রিম, লোশন ইত্যাদি ব্যবহার করতে পারেন। এছাড়া ত্বকে ভিটামিন সি পৌঁছানোর জন্য এক চা চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে দুই টেবিল চামচ লেবুর রস যোগ করুন।

Tarokaloy_lemon

তারপর তাতে দুই টেবিলচামচ গোলাপ পানি মিশিয়ে স্প্রে বোতলে ভরে তা ফ্রিজে রেখে দিন । মিশ্রণটি প্রতিবার মুখে স্প্রে করার আগে ভালভাবে ঝাঁকিয়ে নিন।নিয়মিত ব্যবহারে এটি আপনার ত্বক মসৃণ আর টানটানে রাখতে সাহায্য করবে। ভিটামিন সি নানা রকম ফল যেমন- লেবু, মাল্টা, কমলা, আঙুর এধরনের ফল থেকে পাওয়া যায়। সেসব ফল খেতে পারেন।

Previous ArticleNext Article