ডোয়াইন জনসন ওরফে দ্য রক কুস্তি ও অভিনয়ের মাধ্যমে পুরো বিশ্বে ব্যাপক জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। বর্তমানে তিনি কুস্তি থেকে দূরে অভিনেয় কাজ করছেন। বিশ্বের সেরা অভিনেতাদের একজন তিনি। চলচ্চিত্রে জনসন প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন ‘দ্য স্করপিয়ন কিং’ চলচ্চিত্রে এর জন্য তিনি ৬ মিলিয়ন ডলার পারিশ্রমিক নেন যা প্রথম চলচ্চিত্রে অভিনয় করা যেকোন অভিনেতার জন্য এটি রেকর্ড সম্প্রতি তার সিনেমা রেড নোটিশ মুক্তি পায়।

হলিউডে নাম করে বলিউডে কাজ করতে চান রক। বলিউডে কাজ করার কোনো আমন্ত্রণ পেলে তা ফিরিয়ে দেবেন না বলে জানিয়েছেন ডোয়াইন জনসন। মুক্তিপ্রাপ্ত ‘রেড নোটিশ’ সিনেমা নিয়ে এক সংবাদ সম্মেলনে দ্য হিন্দুস্তান টাইমস-এর প্রশ্নের জবাবে এমন আগ্রহের কথা জানান রক। তিনি বলেন, ‘এর আগে কেউ বলিউডে অভিনয় করার জন্য ডাকেনি, কিন্তু আমন্ত্রণ পেলে আমার ভালো লাগবে।’

রকের মতে বলিউড ও হলিউডের সংস্কৃতির মধ্যে আরও বেশি সমন্বয় দরকার। বিশেষ করে যখন আমাদের সিনেমাগুলি শুধুমাত্র সিনেমা হলে নয়, সেগুলি স্ট্রিমিং প্ল্যাটফর্মেও মুক্তি পায়, যেখানে আরও অনেক সুযোগ রয়েছে। সাক্ষাৎকারে ভারত ভ্রমণ প্রসঙ্গে জনসন বলেন, ‘যখন রেসলিং করতাম, তখন ভারত যাওয়ার পরিকল্পনা ছিল। যেকোনো কারণে প্রতিবারই পরিকল্পনাগুলো হয়ে ওঠে না।

জনসন এখন তাঁর নতুন ছবির অপেক্ষায় আছেন। চলতি মাসের ১২ তারিখে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে রেড নোটিশ। এতে আরও অভিনয় করেছেন দুই হলিউড তারকা গ্যাল গ্যাদত ও রায়ান রেনল্ডস। ছবিটি পরিচালনা করেছেন রসন মার্শাল থার্বার। জনসন এ ছবির অন্যতম প্রযোজক।

এর আগে তিনি হলিউড সিনেমা ‘বেওয়াচ’ (২০১৭)-এ বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সাথে অভিনয় করেছিলেন ডোয়াইন জনসন। এবার দেখা যাক বলিউডে তার পদার্পণ ঘটে কিনা। হলিউডে একের পর এক ছবি করে যাচ্ছেন সাবেক এই রেসলার। রেসলিংজীবনে ভারতের প্রতি তাঁর অন্য রকম এক আগ্রহ ছিল। আর এখন অভিনয়জীবনে সে আগ্রহ হয়ে উঠেছে প্রবল।

জনসনকে সর্বকালের অন্যতম একজন সেরা পেশাদার কুস্তিগির হিসেবে ধরা হয়। তিনি “দ্য মোস্ট ইলেকট্রিফায়িং ম্যান অব স্পোর্টস এন্টারটেইনমেন্ট ইন হিস্ট্রি” বলে খ্যাত।