প্রবাসে অনেক বাংলাদেশীকে গর্বিত করেছেন এবং একটি নতুন মান স্থাপন করেছেন
বাংলাদেশি এই তিন নারী। এটি মধ্যে তাদের নাম হয়তো অনেকেই জানেন। ২০২১ সালে তাদের নাম স্বরনীয় হয়ে থাকবে কেননা। বাঙ্গালী হয়ে তারা বিদেশের মাটিতে দেশের নাম অর্জন করতে সার্থক হয়েছে।
আজমেরী হক বাঁধন,কিশওয়ার চৌধুরী,এবং সাদিয়া খানম এই তিনজন হচ্ছে আজকের অপরাজিতা। তারা তাদের স্বপ্নকে বাস্তবায়ন করার যুদ্ধে সফল নারী খেতাব জিতলেন,তারা যাদের যুদ্ধ বিজয় অর্জন করার প্রবল এবং অপ্রান চেষ্ঠা চালিয়ে যেতে এক কদম পিছন ফিরে দেখেনি। কেননা তারা “অপরাজিতা।

আজমেরী হক বাঁধন
কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশী চলচ্চিত্র আব্দুল্লাহ মোহাম্মদ সাদ এর পরিচালনায় নির্মিত চলচ্চিত্র‘রেহানা মরিয়ম নূর’ পেয়েছে অসংখ্য সম্মাননা, আর এই সীমাহীন সম্মানে আবেগে আপ্লুত হয়েছে এই চলচ্চিত্রের শীর্ষ অভিনেত্রী আজমেরী হক বাঁধন । আজকে তার কঠোর পরিশ্রম ও আত্মনির্ভরশীলতা তাকে তার স্বপ্নের চূড়ায় এনে দাড় করিয়েছে। তিনি বিশ্বাস করেন,কাজকে মনে প্রাণে আপন করে নিলে সে কাজের ফলাফল ভালো আসবেই।

বাংলাদেশি নারি টানে আসক্ত একজন অপরাজিতার নাম “কিশওয়ার চৌধুরী” অস্ট্রেলিয়ার জনপ্রিয় অনুষ্ঠান মাস্টারশেফ এর ১৩তম সিজনে নিজের জায়গা শক্ত করে ধরে রেখেছেন এই নারী। বিদেশের মাটিতে বসে নানা রকম দেশি খাবার তৈরি করে পৌঁছে গেছেন প্রতিযোগিতার টপ ফোর এ। তিনি প্রমাণ করে দিলেন যে রান্না করা একটি শিল্প,সেটাও আবার আমাদের বাংলাদেশি খাবারের দরুন। সেখানে তৈরি করেছেন বাঙালিদের প্রিয় কিছু খাবার তারমধ্যে উল্ল্যেখযোগ্য মাছের ঝোল, বেগুন ভর্তা, ফুচকা, ডাল এসব সাধারন খাবার ই এখন সকলের নজর কেড়েছে।

অন্যজন হলেন সাদিয়া খানম। বর্তমানে পুরো দেশকে নিজের হাতের মুঠোয় ধরে রেখেছে একটি মাত্র ভাইরাস। যার থাবায় হাবু ডুবু যাচ্ছে অনেক উন্নয়নশীল দেশগুলো। এই মরণ ব্যাধি ভাইরাসকে যেনো কোনো ভাবেই কাবু করতে পারছে না আমেরিকা ,রাশিয়া, চীন, ভারতসহ নানান প্রভাবশালী দেশ সমূহ। এমন সময় করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সক্ষম একটি জীবাণুনাশক স্প্রে “ভল্টিক” আবিষ্কার করে চমক সৃষ্টি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ বিজ্ঞানী সাদিয়া। তার আবিষ্কার করা জীবাণুনাশকটি এখন পৌঁছে গেছে বিশ্বের ১৩টি দেশ। এই জীবাণুনাশকটির নাম ভল্টিক। জীবাণুনাশকটির তৈরির জন্য ১ কোটি অর্ডার পেয়েছেন ২৬ বছর বয়সী এই বাংলাদেশী সাদিয়া।