প্রত্যেক নারীকেই কিন্তু বাঙালি শাড়িতে দেখতে খুবই সুন্দর লাগে,আর শাড়ি হচ্ছে বাংলার নারীদের ঐতিহ্য। কেননা শাড়ীতেই নারী! শাড়ি একটি এমন পোশাক, যা কমবয়সী থেকে শুরু করে মহিলা এমনকি সব বয়সের সবাইকে মানায়। ছোট ছোট মেয়েদেরকেও শাড়িতে কি দারুন লাগে অনেকেই মনে করেন, যাদের উচ্চতা কম বা খাটো তাদের শাড়িতে মোটেও মানায় না। কিন্তু এই বিষয়টি কিন্তু মোটেও ঠিক নয়। কয়েকটি বিষয়ে খেয়াল রাখলেই কিন্তু খাটো হয়েও শাড়িতে নিজেকে সাজাতে পারেন অপরূপ ভাবে। এর ফলে খাটো মহিলাদেরও খাটো লাগবে না ,লম্বা লাগবে।

একটু খাটো? তাই শাড়ী পড়তে দ্বিধা বোধ!! কিন্তু শাড়ি পরার সময় কিছু টিপস মেনে চললে একেবারেই এই চিন্তা থেকে মুক্তি। আপনার উচ্চতা যদি খুবই ছোট হয়, তাহলে শাড়ি পরার সময় নিচের আমাদের দেয়া কিছু টিপস মাথায় রাখুন।
তাহলে চলুন জেনে নেই:

১) বড় প্রিন্ট বা ভারি বর্ডারওয়ালা শাড়ি পড়া থেকে বিরত থাকুন:
আপনার উচ্চতা যদি কম হয় এবং শাড়ি পরতে পছন্দ করেন তাহলে বড় বড় প্রিন্টের বা ভারি পারওয়ালা শাড়ি পড়া থেকে দূরে থাকুন। ছোট বা মাঝারি প্রিন্টের শাড়ি আপনার জন্য উপযুক্ত। ছোট্ট প্রিন্টের শাড়ি আপনাকে লম্বা দেখাবে।

২) হাল্কা কাপর পড়ুন:
কড়া বা শক্ত কাপড় যেমন সুতির পরিবর্তে এমন ফেব্রিক বাছাই করুন যা আপনি সহজেই পরে নিতে পারেন পারেন। এই যেমন ধরুন, জর্জেট, ক্রেপ, সাটিন বা শিফনের শাড়ি পরুন, এতে আপনাকে যেমন লম্বাও লাগবে তেমনই , সুন্দর লাগবে।

৩) লম্বা স্ট্রাইপের শাড়ি :
উলম্ব স্ট্রাইপের কোনো ড্রেস পড়লে সাধারণত খাটো মেয়েদের লম্বা লাগে সেখানে শাড়ি ক্ষেত্রেও এমনটা অ্যাপ্লাই করে পরলে কিন্তু আপনাকে অনেকটাই লম্বা দেখাবে। বাজারে উলম্ব স্ট্রাইপের শাড়ি খুব সহজেই উপলব্ধ। কিন্তু খেয়াল রাখবেন, স্ট্রাইপগুলি যেন খুব চওড়া না হয়।

৪) গাঢ় রঙের শাড়ি :
আপনি যদি শর্ট হাইটের হন, তাহলে আপনার হালকা রঙের পরিবর্তে গাঢ় রঙের শাড়ি বাছাই করা উচিত। গাঢ় রঙের শাড়ি যেকোনও ওজন এবং আকৃতির মহিলাদের মানায়, আর এতে করে লম্বা এবং রোগাও দেখায়।

৫) ব্লাউজের স্লিভ
আপনি যদি নিজেকে লম্বা দেখাতে চান, তাহলে বড় হাতাওয়ালা ব্লাউজ পরুন। ফুল হাতাওয়ালা ব্লাউজ আপনাকে লম্বা দেখায় এবং দেখতে ভালোও লাগে।