ফের জুটি বাঁধতে চলছেন হৃতিক-কারিনা। তাও আবার ১৮ বছর পর। হৃতিক রোশন ও কারিনা কাপুর খান জুটি বলিউডের জনপ্রিয় জুটি গুলোর মধ্যে অন্যতম একটি। কিছু সিনেমা বক্স অফিসে ঝড় না তুললেও হৃদয়ে ঝড় তোলে ঠিকই। এমনটাই ছিল হৃতিক-কারিনার সিনেমায়। কাভি খুশি কাভি গম, ইয়াদেইন, মুজসে দোস্তি করোগে জনপ্রিয় এসব সিনেমাগুলোতে জুটি বাঁধেন তারা।

শেষ তারা একসঙ্গে কাজ করেছেন ২০০৩ সালে ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হু’ সিনেমাটিতে। যেখানে হৃতিক রোশন এবং কারিনা কাপুরের কেমিস্ট্রি মন জয় করেছিল মানুষের। হৃতিক এবং কারিনাকে শেষ পর্দায় দেখা দেখা গিয়েছিল এই সিনেমাতেই। কেমন হয় যদি পর্দায় আবার একসঙ্গে দেখা যায় তাদের! এক প্রতিবেদনে জানা যায়, কারিনা কাপুর খান এবং হৃতিক রোশনকে একসঙ্গে একটি প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়েছে।

বলিউডের নামী প্রোডাকশন হাউস ‘জংলি পিকচার্স’-এর পক্ষ থেকে এসেছে এই প্রস্তাব। ছবির নাম ঠিক হয়েছে ‘উলাজ’। যদি কারিনা কাপুর খান এবং হৃতিক রোশন স্ক্রিপ্টটি পছন্দ করেন এবং প্রকল্পে স্বাক্ষর করেন! তাহলে একসঙ্গে দেখা যাবে প্রিয় জুটিকে এমনই প্রত্যাশা ভক্তদের। এই ১৮ বছরে দুজনের জীবনে এসেছে অনেক পরিবর্তন। জানা যায়, দীর্ঘদিন মনোমালিন্য ছিল এই জুটির।

তবে এবার সব কিছু কাটিয়ে একসঙ্গে কাজ করবেন তারা। এখন দেখার বিষয়, কবে সিনেমার কাজ শুরু করেন তারা। এই দুই তারকা যদি ‘হ্যাঁ’ বলেন তবেই বাজেটের প্রক্রিয়া শুরু করবেন নির্মাতা। এবার দেখার অপেক্ষা থাকবে ভক্তদের, ১৮ বছর পর কারিনা ও হৃতিকের অনস্ক্রিন ম্যাজিক কতটা হিট হয়। ২০০০ সালে ‘কাহোনা পেয়ার হ্যায়’ সিনেমা দিয়ে অভিষেক হয় হৃতিকের।

এই সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন হৃতিক। প্রথমে এই সিনেমা করার কথা ছিল কারিনার। কিন্তু মা ববিতা জন্য সিনেমাটি করেননি কারিনা। কারণ ছবিটি ছিল নায়ককেন্দ্রিক। আর সেজন্য মেয়েকে এই ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করতে দেননি কারিনার মা ববিতা। তাই কারিনা ডেবিউ করেন ‘রিফিউজি’ সিনেমা দিয়ে।