দীর্ঘদিন বিরতির পর আবারও নতুন ছবি নিয়ে হাজির হতে যাচ্ছেন চলচ্চিত্র নায়ক,প্রযোজক ও পরিচালক অনন্ত জলিল।ছবির নাম দিন: দ্য ডে।১৫ বা ২০ কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে এ ছবিটি।
সারাবিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের ওপর যে নির্যাতন হচ্ছে, তা তুলে ধরা হবে ছবিতে।অভিনেতা অনন্ত জলিলের পাশাপাশি তার স্ত্রী বর্ষাও এ ছবিতে অভিনয় করবেন।ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে দিন:দ্য ডে।ইরানের ফারাবি ফাউন্ডেশনের সঙ্গে চলচ্চিত্রটির নির্মাণের ব্যাপারে আলোচনা এবং চুক্তি স্বাক্ষর হয়।এই ছবিতে কাজ করবেন অস্কার পাওয়া অভিনেতা ও শিল্পীরা।অনেক গুলো দেশে এর দৃশ্যধারনের কাজ করা হবে
বলে জানা যায়।ছবিটির বাজেটের পরিমান বেশি হওয়ায় তা বাংলাদেশে মুক্তির ব্যাপারে কিছুটা অনিশ্চয়তার শঙ্কা করছেন অনন্ত।তিনি জানান,ছবির গল্পের কারনেই এর বাজেটের পরিমানও বেশি।এ বছরের শেষের দিকে ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে।
Tarokaloy/24 September2018/Shaila