কর্মক্ষেত্রে নিজের পারফরম্যান্স কিভাবে ঠিক রাখবেন ।
কাজে নিজের পারফরমেন্স ঠিক রাখাটা খুব জরুরি একটা বেপার। আপনি হয়তো ভাবছেন আপনি তো ঠিকঠাক কাজ করছেন, পারফর্ম করছেন, বস তো খুশি আছেনই। কিন্তু আপনার বছর শেষের এভালুয়েশন মন মতো হলোনা , তখন আপনি তার কারণ খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাবেন। তাই জেনে নিন আপনার পারফরমেন্স ভালো রাখার কৌশল।
১. বসের কাজের প্যাটার্ন বুঝে ডেলিভারি দিন। কাজের প্রায়োরিটি বুঝুন এবং নতুন কোনো ওয়েতে কাজ তা ডেলিভারি দিন। হতে পারে প্রেসেন্টেশনে নতুনত্ব আনুন অথবা নতুন কোনো ইনসাইট আনুন আপনার প্রেসেন্টেশনএ ।
২. নতুন কিছু শেখার জন্য পড়ার অভ্যাস গড়ে তুলুন। আসে পাশে অনেক কিছু হচ্ছে। ট্রেন্ডকে ফলো করুন।
৩. শোনার অভ্ভাশ বাড়ান। কোনো কিছু জানতে শুনার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। শুনার অভ্ভাশ থেকে অনেক নতুন কিছু জানা যায় । শিখে নেয়া যায় ।
৪. নিজের জন্য নতুন নতুন মাইল ফলক তৌরী করুন এবং নিজেকে রিওয়ার্ড দিন। নিজেকে নিজে ছাড়িয়ে যাবার ট্রাই করুন। অন্য রকম মজা পাবেন এতে।
৫. আউট অফ টি বসক্স চিন্তা করতে শিখুন । গতানুগতিক ধারা থেকে বের হয়ে আসুন। আইডিয়া নিয়ে আলোচনা করুন টীম মেটদেড় সাথে
৬. সারাবছর কি কি করবেন তা ক্যালেন্ডারইজ করুন এবং সেই অনুযায়ী কাজ গুলো ভাগ করুন এবং কোন কোন টিমের উপর আপনার ডিপেন্ডেন্সি আছে তাদের সাথে বসুন।
৭. নিজের যত্ন নিন যেন বছর জুড়ে সুস্থ থাকেন। না হলে অনেক প্ল্যান করলেও প্ল্যান গুলো ঠিকঠাক করা হয়ে উঠবে না।