সেলিব্রিটি বার্তা

যে স্বপ্নটি অপূরণ রয়ে গেল সুর সম্রাটের

স্বপ্ন ছিল সঙ্গীত শিল্পীদের জন্য একটি ইন্সটিটিউট গড়ার। কিন্তু স্বপ্ন দেখার সময় দিলেও বাস্তবায়নের সময়টা আর হলো না সুর সম্রাট আইয়ুব বাচ্চুর। আইয়ুব বাচ্চুর জীবনের অনেকটা সময়ই কেটেছে তার প্রিয় ষ্টুডিও এবি কিচেন এ।তার এ অকাল মৃত্যুতে যেন স্তব্ধ হয়ে পড়েছে কর্মব্যস্ত এবি কিচেন। একটি-দুটি নয় তার হাতের স্পর্শ পাওয়া ৬৭টি গিটার বাক্সবন্দী হয়ে পড়ে আছে আজ।তার হঠাৎ হারিয়ে যাওয়ায় যেন ছন্দপতন ঘটেছে কাছের মানুষের মাঝেও। স্টুডিওতে থাকা অবস্থায় বেশি সময় গিটার বাজাতে পছন্দ করতেন এই সুর সম্রাট।

তার মৃত্যুতে শোক নেমে আসে পুরো শিল্পী অঙ্গনে।কেউই তার এই অাকস্মিক বিদায় মেনে নিতে পারছে না। এবি কিচেনের ম্যানেজার দেলোয়ার হোসেন দুলাল বলেন, বুঝতাম তার মধ্যে একটা কষ্ট আছে। তবে কখনও জিজ্ঞাসা করলে এড়িয়ে যেতেন।শিল্পীর বিদায়ে প্রিয় গিটার, ড্রাম, সাউন্ডবক্স সবই যেন ঝঙ্কারবিহীন। আইয়ুব বাচ্চুর কাছের বন্ধু মহসিন খান বলেন, সরকার যদি তার এসব গীটার,ইনস্ট্রুমেন্ট সংরক্ষণ করতে চায় তবে আমরা সব সহায়তা করব।

 

Tarokaloy/18 October/shaila

Previous ArticleNext Article