এবারের ঈদে প্রচারের সংখ্যায় অন্য অভিনেত্রীর চেয়ে এগিয়ে ছিলেন অভিনেত্রী ও মডেল মেহজাবিন চৌধুরী।এবারের ঈদে তার অভিনীত সর্বাধিক ২৩টি নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়।যার অনেকগুলোই দর্শকপ্রিয়র তালিকায় জায়গা করে নেয়।ক্যরিয়ারের এ পর্যায়ে এসে প্রায়ই একটা কথা শুনতে হয় মেহজাবিন সংসার বাঁধবেন কবে?
মেহজাবিন জানান, বিয়ের জন্য আরও তিন বছর সময় নিতে চাই। তাহলে বছর তিনেক পর কার গলায় মালা পরাবেন মেহজাবিন? পছন্দের কেউ কি আছেন? উত্তর মেহজাবিন বলেন,না এখনও তেমন কেউ নেই। একজন ক্রিয়েটিভ মানুষকে জীবনসঙ্গী হিসেবে চাই। যার কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারব। আমি মিডিয়ার মানুষ, এটা ওকে অবশ্যই বুঝতে হবে। এতোগুলো নাটকে অভিনয় করা প্রসঙ্গে মেহজাবিন বলেন,নির্মাতারা আমার ওপর আস্থা রেখেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। নাটকের সংখ্যা বেশি হলেও মানের ক্ষেত্রে কোনো আপস করিনি। প্রতিটি নাটকের গল্পে ও চরিত্রে বৈচিত্র্য রয়েছে।তিনি আরও জানান, ভবিষ্যতেও ভালো কাজ দ্বারাই দর্শকদের কাছাকাছি থাকতে চান।
Tarokaloy/09 October/shaila