সেলিব্রিটি বার্তা

সংগীত শিল্পী থেকে বিচারক

হালের জনপ্রিয় সংগীত শিল্পী ইমরান মাহমুদুল ও কোনাল সোমনূর মনির দুজনেই প্রথমবারের মতো কোনো সঙ্গীত প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করতে যাচ্ছেন।ক্ষুদে শিল্পীদের অংশগ্রহণে সঙ্গীত বিষয়ক এ প্রতিযোগীতার শিরোনাম হতে যাচ্ছে ‘এসিআই এক্সট্রা ফান কেক চ্যানেল আই গানের রাজা’।এ প্রতিযোগতার প্রতিটি বিভাগ থেকে পৃথক অডিশনের মাধ্যমে প্রতিযোগী নির্বাচন করা হবে।সাত বিভাগীয় শহরে অডিশন শেষে শুরু হবে ‘গানের রাজা’র গ্র্যান্ড এপিসোড। এই প্রতিযোগিতার শুরু থেকেই বিচারকের দায়িত্ব পালন করবেন দুই সঙ্গীতশিল্পী ইমরান ও কোনাল।গ্র্যান্ড অডিশন থেকে বিচারক হিসেবে যোগ দেবেন তারা।

আয়োজক পক্ষ থেকে জানা যায়,পুরো প্রতিযোগীতা জুড়ে থাকবে ভিন্নতা। শিশুরা পার্কে খেলবে, দোলনাতে চড়বে, খেলতে খেলতে গাইবে, বিচারকরা খেলতে খেলতে শেখাবেন। সারাদেশ থেকে অংশগ্রহণকারী প্রতিযোগীদের নানা প্রক্রিয়ায় গ্রুমিং করা হবে। ২০০৮ সাল থেকে ‘ক্ষুদে গানরাজ’ নামে প্রতিযোগিতার আয়োজন করে চ্যানেল আই।তারই একটি ভিন্ন মাত্রার রুপ হতে যাচ্ছে ‘গানের রাজা’। বিচারকেত দায়িত্ব পেয়ে কেমন লাগছে?প্রশ্নের উত্তরে কোনাল বলেন,‘এই প্রথম বিচারকের আসনে বসতে যাচ্ছি। আশা করছি, বাচ্চাদের মধ্যে থেকে যোগ্য শিল্পী নির্বাচন করতে পারব। সেখান থেকে আমিও অনেক কিছু শিখতে পারব। অধীর আগ্রহে অপেক্ষা করছি। বন্ধুর মতো বাচ্চাদের সঙ্গী হয়ে থাকব।’

এ প্রসঙ্গে ইমরান বলেন, ‘ফান হবে, গান হবে। কোনো রকম চাপ ছাড়া আনন্দের সঙ্গেই দায়িত্বটি পালন করতে চাই। আশা করি যোগ্য শিল্পী বের করে আনতে পারব।’ আগামী ২৬ অক্টোবর রংপুরে অডিশনের মাধ্যমে এই প্রতিযোগিতার প্রাথমিক বাছাই শুরু হবে। এরপর পর্যায়ক্রমে অডিশন চলবে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম এবং সর্বশেষ ঢাকায়।

 

Tarokaloy/21 October/Shaila

Previous ArticleNext Article