আজ ২৮ সেপ্টেম্বর ,আজ বলিউডের প্রয়ত লিজেন্ডারি অভিনেতা যাকে চকলেট বয় বলে অভিহিত করা হয় অর্থাৎ ঋষি কাপুরের একমাত্র সন্তান এবং লাখ লাখ তরুণী ভক্তদের চোখের মণি, আল্টিমেট হ্যান্ডসাম সুপুরুষ শোবিজ অঙ্গনে ,তিনি হলেন অভিনেতা রণবীর কাপুর। আজ তার জন্মদিন।

২৮ সেপ্টেম্বর ১৯৮২ সালে রণবীর কাপুরের এক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি অভিনেতা ঋষি কাপুর ও নিতু সিংহের পুত্র। তার বোন ঋদ্ধিমা কাপুর। রণবীর অভিনেতা ও চলচ্চিত্রকার রাজ কাপুরের পৌত্র এবং পৃথ্বীরাজ কাপুরের প্রপৌত্র। তার ঠাকুরদার ভাই হলেন বিশিষ্ট অভিনেতা শশী কাপুর ও শম্মী কাপুর। তিনি অভিনেতা রণধীর কাপুরের ভ্রাতুষ্পুত্র। তার পরিবারের অন্য উল্লেখযোগ্য সদস্যেরা হলেন তার চাচাতো ভাইবোন কারিশমা কাপুর, কারিনা কাপুর ও নিখিল নন্দা। শৈশবে রণবীর মুম্বইয়ের মাহিমের বোম্বাই স্কটিশ স্কুলে পড়াশোনা করেন। পরে পদ্ধতিমূলক অভিনয় শিক্ষা করেন নিউ ইয়র্কের লি স্ট্যাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউট থেকে। তার বাবা ঋষিকাপুর ৩০ এপ্রিল ২০২০ সালে অর্থাৎ এ বছরেই ক্যান্সারে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

তার অভিষেক হয় ২০০৭ সালে সাওয়ারিয়া চলচ্চিত্রের মাধ্যমে ,এই সঞ্জয় লীলা বনশালীর পরিচালনায় ছিলেন। চলচ্চিত্র নভেম্বর মাসে মুক্তি পায় ,এবং রণবীর কাপুর বিপরীতে অভিনয় কাজ করেছিলেন সোনম কাপুর ,এই চলচ্চিত্র মাধ্যমেই দুইজনের শোবিজ অঙ্গনে যাত্রা শুরু। জানা যায় একই চলচ্চিত্রে কাজ করতে গিয়ে প্রেমে পরে যায় দুইজন ,যদিও তারা এ ব্যাপারে কোনো মন্তব্য কখনোই করেনি ,বা মুখ খুললেন নি।

প্লে বয় অথবা লাভার বয় বললেই প্রথমেই নাম আসে রণবীর কাপুরের,তার দুষ্ট মিষ্টি কথায় প্রেমে পড়েছিলেন বলিউডের অনেক জনপ্রিয় এবং সুন্দরী অভিনেত্রী। দীপিকা পাড়ুকোন,কাটরিনা কাইফ সাথেও তার নাম জড়িত আছে। এমনকি ২০০৮ সালের মার্চে এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকনের সঙ্গে তার প্রণয়ঘটিত সম্পর্ক ছিল। এর পর তাদের সম্পর্কে ফাটল ধরে কাটরিনার আগমনের। এর পর কাটরিনা কাইফ সাথে ৫ বছরের বেশি প্রেমের বাঁধনের ইতি টানেন।

তার মায়াবী চোখ আর সৃজশীল কথার ধরনের প্রেমে পরতে বাধ্য সুন্দরী অভিনেত্রী গণ, যার দরুন বেশ কিছুদিন যাবৎ শুনা যাচ্ছে এবং রণবীর সাথে , অর্থাৎ এক সাথে ঘুরা ফেরা করে চলছে,বলিউডের মিষ্টি অভিনেত্রী আলিয়া ভট্ট। এক সাথে অনেক জায়গাতে তাদের দেখে ফেলে গণমাধ্যমের কিছু রিপোর্টার। সারাবিশ্বকে ফাঁকি দিলেও সাংবাদিকদের চোখে ফাঁকি দিতে পারেননি তারা। যদিও আলিয়া ভাট অথবা রণবীর কাপুর কে এ বিষয়ে জিজ্ঞেস করলে তারা এ বিষয়টি নিয়ে না করেননি আবার সহমত পোষণ করেনি। কিন্তু আলিয়া ভাট অনেকবার তার ভালোবাসার জানান দিয়েছেছে নানা ভাবে। এখন বলিপাড়া থেকে সর্বত্র জানেন তাদের সম্পর্কে কথা।

যেহেতু ভালোবাসার জানান দিতে পারেন সব খানে ,সব ভাবে সে ক্ষেত্রে ভালোবাসার মানুষের জন্মদিন উপলক্ষে তিনি কিছু করবেন না বা বলবেন না টা কি করে হয়? তাহলে কি করেছেন আলিয়া ভাট! সব বারের মতো এবারও তিনি রণবীর জন্মদিন হাজির ছিলেন রণবীরের সাথে ,এবং তার ইনস্টাগ্রাম একাউন্টে রণবীর কাপুরের ছবি পোস্ট করে , শুভ জন্মদিন সাথে ভালোবাসার একটি প্রতীক দিয়ে তাকে শুভেচ্ছা জানালেন। তার কমেন্ট সেকশনে অনেক অনেক অভিনেত্রী অভিনন্দন জানাচ্ছে, সেখানে রণবীর কাপুরের বোন রিধিমা কাপুর সহ কারিনা কাপুর ও কারিশমা কাপুর কমেন্ট করেছেন।
Tarokaloy ২৮/০৯/২০২০ রিয়া